গত তিন মাসে যুক্তরাজ্যজুড়ে কমপক্ষে ২২টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। মুসলিম-বিরোধী ঘৃণাজনিত অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা ‘টেল মামা’ জানিয়েছে, এটি ২০১১ সালের পর সবচেয়ে বড় বৃদ্ধি।
সংস্থার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে, যেখানে দুজন মুখোশধারী ব্যক্তি মসজিদের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন। যদিও হতাহতের ঘটনা ঘটেনি, তবু মসজিদের একটি অংশ ও পাশের গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
টেল মামা’র নির্বাহী পরিচালক ইমান আত্তা বলেন, “এই হামলাগুলো যুক্তরাজ্যে মুসলিম-বিরোধী ঘৃণার স্বাভাবিকীকরণের দিকেই ইঙ্গিত দেয়। সরকারকে এখনই উপাসনালয়ের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও জানান, সরকারের ‘প্লেসেস অব ওয়ারশিপ ফান্ড’ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয়।
সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে ইসলামবিদ্বেষমূলক ঘটনার হার প্রায় ২০ শতাংশ বেড়েছে। এসব ঘটনার মধ্যে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও অনলাইন হয়রানি অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা মনে করছেন, গাজার চলমান সংঘাত ও বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা এই প্রবণতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
মানবাধিকার সংস্থা ও মুসলিম সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, মসজিদে ধারাবাহিক হামলা যুক্তরাজ্যের সামাজিক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি, এবং এখনই সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সূত্র: শাফাক নিউজ






