পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরেফিশান সেলিম এবার অভিনয় নয়, বরং এক খোলামেলা স্বীকারোক্তির জন্য আলোচনায় এসেছেন। সম্প্রতি এক টকশোতে অতিথি হয়ে এসে তিনি জানিয়েছেন, একবার তিনি একটি বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলেন।
দুরেফিশান বলেন, “আমি একবার এক হোটেল থেকে জায়নামাজ নিয়ে এসেছিলাম। ওটা এত সুন্দর আর নরম ছিল যে নিজেকে আটকাতে পারিনি।”
তার এই অকপট মন্তব্যে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। অনুষ্ঠানে থাকা অভিনেতা মিকাল জুলফিকার অবাক হয়ে জিজ্ঞেস করেন, “চুরি করতে আপনার লজ্জা লাগেনি?”
জবাবে দুরেফিশান হেসে বলেন, “আমি ভেবেছিলাম, এতে আল্লাহ রাগ করবেন না, কারণ আমি তো নামাজের জন্যই এটি ব্যবহার করব।”
এ কথার পর মিকাল রসিকতা করে বলেন, “তাহলে মসজিদের বাইরে যারা জুতা চুরি করেন, তাদেরও কি ক্ষমা করা উচিত?” এই মন্তব্যে পুরো স্টুডিওতে হাসির রোল পড়ে যায়।
অনুষ্ঠানের সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন দুরেফিশানের রসবোধ ও সরল স্বীকারোক্তির প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এ ঘটনাকে মজার ছলে সমালোচনাও করছেন।