জাপানের নাগোয়া শহরে ৩৮ বছর বয়সী তাকুয়া হিগাশিমোতো নামের এক যুবক দুই বছরে প্রায় ১ হাজারের বেশি খাবার বিনামূল্যে অর্ডার করেছেন। তিনি জাপানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘ডেমায়ে-ক্যান’ (Demae-can)-এর অর্ডার বাতিল নীতির ফাঁকফোকর ব্যবহার করে এই প্রতারণা চালান।
তাকুয়া নিয়মিত ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ বা যোগাযোগবিহীন ডেলিভারির অপশন বেছে নিতেন। খাবার পৌঁছে যাওয়ার পরও তিনি দাবি করতেন, অর্ডার পাননি। কোম্পানি নীতিমালা অনুযায়ী তাকে রিফান্ড দেওয়া হতো, আর এতে তিনি বিনামূল্যে খাবার পান।
তদন্তে জানা গেছে, প্রতারণার জন্য তিনি ভুয়া নাম, ঠিকানা ও ১২৪টি ভিন্ন একাউন্ট ব্যবহার করেছিলেন। প্রতিটি একাউন্ট তিনি প্রিপেইড কার্ডের মাধ্যমে খুলতেন এবং কিছুদিন পর বাতিল করে দিতেন। এই কৌশলে তিনি প্রায় ২৪ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের খাবার বিনা খরচে সংগ্রহ করতে সক্ষম হন।
গত ৩০ জুলাই তাকুয়া একই কৌশলে আরও একাধিক খাবারের অর্ডার দেন এবং রিফান্ড পান। পরে জাপান পুলিশ তার প্রতারণা শনাক্ত করে গ্রেপ্তার করে। তদন্তের সময় তিনি স্বীকারোক্তি দিয়েছেন, দীর্ঘ সময় বেকার থাকার কারণে প্রথমে কৌতূহলবশত চেষ্টা করেছিলেন, কিন্তু বিনামূল্যে খাবার পাওয়ার পরে আর নিজেকে আটকাতে পারেননি। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।