সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দাস দ্বীপ আর নেই। বুধবার (১২ নভেম্বর) ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দ্বীপ মূলত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মন্ডলকাপন পটিজুড়ি গ্রামের দিব্যজিত দাসের ছেলে। পরিবারসহ তিনি সিলেট নগরের গোপালটিলা এলাকায় বসবাস করতেন। পরিবারের সদস্যদের মধ্যে আছেন তার বাবা-মা ও এক ছোট ভাই। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হোস্টেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্ত শেষে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
হাস্যরসাত্মক ও সামাজিক বার্তানির্ভর কনটেন্ট তৈরির মাধ্যমে দ্বীপ অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। ফেসবুক ও ইউটিউবে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে।
তার মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন, অনলাইন কনটেন্ট নির্মাতারা এবং সামাজিক সংগঠনগুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।