বলটি ব্যাটসম্যানের প্যাডে লাগার সঙ্গে সঙ্গেই হাত উঁচু করে উদ্যাপন শুরু করেন তাইজুল ইসলাম। আম্পায়ারের আঙুল ওঠার আগেই যেন ফলাফল বুঝে গিয়েছিলেন তিনি। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর তখন ছিলেন নিখুঁত এলবিডব্লু। রিভিউ নিলেও ফল পাল্টায়নি—টিভি আম্পায়ারের কণ্ঠে ভেসে আসে এক শব্দ, ‘আউট’। সেই এক শব্দেই লেখা হলো নতুন ইতিহাস—প্রথম শ্রেণির ক্রিকেটে তাইজুল ইসলামের ৫০০তম উইকেট!
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি এক বিরল অর্জন। তাইজুল হলেন মাত্র তৃতীয় বাংলাদেশি বোলার যিনি প্রথম শ্রেণিতে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক (৬৩৪) ও এনামুল হক জুনিয়র (৫১৩)।
তাইজুলের প্রথম শ্রেণির অভিষেক হয় ২০১১ সালের ১০ এপ্রিল, রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে। সেই ম্যাচেই ফরহাদ হোসেনের হাতে ইফতেখার নাঈমকে ক্যাচ বানিয়ে নেন প্রথম উইকেটটি। অভিষেক ইনিংসে চার ও ম্যাচে ছয় উইকেট নিয়ে জানান দিয়েছিলেন নিজের সম্ভাবনার কথা। ১৪ বছর পর, ১১৩ ম্যাচ পেরিয়ে আজ সেই তরুণ বোলার পৌঁছে গেছেন এক ঐতিহাসিক মাইলফলকে।
এ সময়ের মধ্যে তাইজুল খেলেছেন পাঁচটি দলের হয়ে—বাংলাদেশ জাতীয় দল, রাজশাহী বিভাগ, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও বাংলাদেশ ‘এ’ দল। এর মধ্যে জাতীয় দলের হয়েই তাঁর সংগ্রহ সর্বাধিক ২৪০ উইকেট (টেস্টে)। রাজশাহীর হয়ে নিয়েছেন ১৫২ উইকেট, উত্তরাঞ্চলের হয়ে ৭৩, পূর্বাঞ্চলের হয়ে ১৮, আর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭ উইকেট।
তাইজুলের এই সাফল্য কেবল সংখ্যার নয়, এটি তাঁর দীর্ঘ সময়ের অধ্যবসায় ও ধারাবাহিকতার প্রতিফলন। বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে স্পিন আক্রমণের অন্যতম নির্ভরতার নাম তাইজুল ইসলাম। সিলেটের মাঠে হ্যারি টেক্টরকে আউট করে যখন তিনি ৫০০তম শিকার উদ্যাপন করলেন, সেটি হয়ে রইল এক যুগব্যাপী শ্রম, নিষ্ঠা ও অনমনীয় প্রচেষ্টার এক স্মরণীয় প্রতীক।