Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট-৪ এ ‘বহিরাগত প্রার্থী’ দিলে ভোট বর্জনের আহ্বান

ডেস্ক সংবাদ

বিলেতে বসবাসকারী সিলেট-৪ সংসদীয় আসনের প্রবাসী বাসিন্দারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্য থেকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছেন। গত বুধবার পূর্ব লন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। কাউন্সিলর আব্দুল মুবিনের সঞ্চালনায় ও মৌলানা নাজিম উদ্দীনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা আব্দুল মালিক। এতে বক্তারা বলেন—সিলেট-৪ সংসদীয় আসন এলাকা প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ এবং অপরূপ সৌন্দর্যের লিলাভূমি হিসেবে পরিচিত, যা দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি।
বক্তারা আরও বলেন, স্থানীয় মানুষের সমস্যাবলি কেবলমাত্র সেই ব্যক্তিই গভীরভাবে বুঝতে পারবেন, যিনি এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
তাই তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান—
যেন আগামী নির্বাচনে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, যিনি সত্যিকার অর্থে স্থানীয় মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসে থেকেও সিলেটের মানুষ তাদের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।

তাদের আকাঙ্ক্ষা—একজন যোগ্য, সৎ ও জনসেবায় নিবেদিত স্থানীয় প্রার্থী নির্বাচিত হয়ে এই অঞ্চলের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করবেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, রাজনীতি যদি জনগণের কল্যাণে হয়, তবে তা প্রবাসী ও দেশীয় উভয় সম্প্রদায়ের জন্যই আশীর্বাদ।

তারা আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক দলগুলো এই আহ্বানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং স্থানীয় নেতৃত্বকে সামনে নিয়ে আসবে।
সভা শেষে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং উন্নত, আত্মনির্ভর সিলেট গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় অন‍্যান‍্যর মধ‍্যো বক্তব্য রাখেন ওয়ারিস উদ্দিন, মুক্তার হোসেন,কিবরিয়া, আজির উদ্দিন, তোরাব আলী, মুহাম্মদ আব্দুল্লাহ,গোলাম আজম,আফতার মিয়া, সাজ্জাদুর রহমান, ইকবাল আহমদ,আনোয়ার হোসেন সবুজ প্রমুখ ।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_32
তিন দলের ‘মন রক্ষা’ করলেন ড. ইউনূস
তিন দলের ‘মন রক্ষা’ করলেন ড. ইউনূস
Screenshot_31
কুকুরের আচমকা লাফে বন্দুক থেকে গুলি, হাসপাতালে মালিক
কুকুরের আচমকা লাফে বন্দুক থেকে গুলি, হাসপাতালে মালিক
Screenshot_30
বিষধর সাপের ফণা মুখে ধরে অবিশ্বাস্য কাণ্ড ভারতীয় যুবকের
বিষধর সাপের ফণা মুখে ধরে অবিশ্বাস্য কাণ্ড ভারতীয় যুবকের
Screenshot_29
সেতু তৈরি হয়েছে, কিন্তু রাস্তা নেই—বিকল্প কাজে ব্যবহার করছেন কৃষকরা
সেতু তৈরি হয়েছে, কিন্তু রাস্তা নেই—বিকল্প কাজে ব্যবহার করছেন কৃষকরা
Screenshot_28
হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
398744
রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি
রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি

সম্পর্কিত খবর