সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১২–১৩ নভেম্বর) ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এতে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াশ, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বলসহ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়।
এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি নৌকাও আটক করে বিজিবি সদস্যরা।
অন্যদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ তিনটি গাড়ি জব্দ করে।
বিজিবির হিসাব অনুযায়ী, এসব অভিযানে উদ্ধারকৃত পণ্য ও যানবাহনের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।
৪৮ বিজিবি–এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “জাল টাকা, অস্ত্র ও মাদক যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
আটককৃত সব পণ্য ও মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।