বাংলাদেশ সরকার আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় নতুন দুটি দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে দূতাবাস স্থাপনের প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠক শেষে দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক ইউনূস।
কূটনৈতিক সূত্র জানায়, ইউরোপ ও লাতিন আমেরিকায় বাণিজ্য, শিক্ষা ও বিনিয়োগ সম্ভাবনা বাড়াতে এই দুই দেশে দূতাবাস স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।