সৌদি আরবের মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাস ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪২ জন মারা গেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের বড় অংশই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
রাতের গভীরে মর্মান্তিক দুর্ঘটনা
রবিবার গভীর রাতে, ভারতীয় সময় রাত দেড়টার দিকে মক্কা থেকে মদিনাগামী বাসটি মুফরিহাত এলাকার কাছে ডিজেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা খেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমে ছিলেন বলে গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দুর্ঘটনার পর আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে যাত্রীদের বের হওয়ার সুযোগই ছিল না। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত ১১ নারী এবং ১০ শিশু রয়েছে। তবে চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
শুধু একজনকে জীবিত উদ্ধার
উদ্ধারকর্মীরা জানান, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে কয়লা হয়ে গেছে, ফলে মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। যাত্রীদের মধ্যে মাত্র একজন—মোহাম্মদ আব্দুল শোয়াইব—জীবিত উদ্ধার হয়েছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ভারতে হেল্পলাইন চালু
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে এবং নিহতদের পরিচয় নিশ্চিতকরণ ও পরিবারের সহায়তায় একটি নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়েছে।
হেল্পলাইন নম্বর:
+৯১ ৭৯৯৭৯৫৯৭৫৪
+৯১ ৯৯১২৯১৯৫৪৫
জেদ্দায় ভারতীয় কনস্যুলেটও ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে—৮০০২৪৪০০০৩।
রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া
হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি জানান, বাসটিতে মোট ৪২ জন তীর্থযাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১৬ জন হায়দরাবাদের আল-মিনা হজ অ্যান্ড উমরাহ ট্রাভেলসের মাধ্যমে গিয়েছিলেন। তিনি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও আহতদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করে এক্সে (টুইটার) জানান, রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিচ্ছে।