জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) মালয়েশিয়া থেকে দেশে পৌঁছাবে। সেদিনই হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ী (মণ্ডল কাপন) গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
দ্বীপের ছোট ভাই দিবাকর দাস ধ্রুব ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে, মরদেহ সরাসরি ঢাকায় পৌঁছে সেখান থেকে হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। তিনি জানান, সিলেট শহরের গোপালটিলার বাসায় মরদেহ আনার পরিকল্পনা থাকলেও তা বাতিল হয়েছে।
ধ্রুব তার পোস্টে লিখেছেন,
“আমার ভাই দীপংকর দাশ দ্বীপ মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজুড়ীতে পৌঁছবে। ভাই ফিরছে, কিন্তু আর জীবনের পথে নয়… চিরঘুমের নীরবতায়।”
হৃদরোগে মালয়েশিয়ায় মৃত্যু
গত বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দ্বীপের। উচ্চশিক্ষার জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন।
তার পরিবার সিলেটের গোপালটিলায় বাস করলেও তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়ীতে। দুই ভাইয়ের মধ্যে দ্বীপ ছিলেন বড়। তার বাবা দিব্যোজ্যোতি দাস।
হাসপাতালে নেওয়ার পর শেষ সেবা
পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।