যুক্তরাজ্য সরকার আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের জন্য বড় ধরনের নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছে। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং ডানপন্থি রাজনীতির উত্থান মোকাবিলাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির সরকার।
রবিবার (১৬ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ডেনমার্কের কঠোর আশ্রয়নীতি অনুসরণ করে নতুন পরিকল্পনা প্রণয়ন করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার রিফর্ম ইউকের ক্রমবর্ধমান জনপ্রিয়তার চাপের মধ্যেই নীতিটি সামনে আনছে।
‘গোল্ডেন টিকিট’ ব্যবস্থার অবসান
স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ জানান, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য প্রচলিত ‘গোল্ডেন টিকিট’ সুবিধা বাতিল করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে “আধুনিক সময়ের সবচেয়ে বড় আশ্রয়নীতির সংস্কার” বলে উল্লেখ করেছে। আগামী সোমবার সংসদে প্রস্তাবটি উপস্থাপন করা হবে।
সমালোচনায় মানবাধিকার সংগঠন
রিফিউজি কাউন্সিলের প্রধান এনভার সলোমন সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তার মতে, কঠোর নীতি মানুষকে যুক্তরাজ্যে প্রবেশ থেকে বিরত করতে সক্ষম হবে না। যারা কঠোর পরিশ্রম করে ব্রিটেনের জন্য অবদান রাখেন, তাদের নিরাপদভাবে জীবন গড়ার সুযোগ দেওয়া উচিত।