Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বাড়ল ৬১৭ কোটি টাকা ব্যয়

ডেস্ক সংবাদ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে আরও ৬১৭ কোটি ৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় অনুমোদন করেছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ব্যয় বৃদ্ধির এই ভেরিয়েশন প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানান, ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধন)’ শীর্ষক প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পের পরিকল্পনা পুনর্বিন্যাস, নির্মাণ উপকরণের মান ও পরিমাণে পরিবর্তন, নতুন প্রযুক্তি সংযোজন এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধি—এ সকল কারণেই মোট ব্যয় বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে বিমানবন্দরকে আধুনিক করতে এসব পরিবর্তন অপরিহার্য হয়ে উঠেছিল।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করছে চীনা প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড (বিইউসিজি)। প্রকল্পটির প্রাথমিক চুক্তিমূল্য ছিল ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা। সংশোধিত প্রস্তাব অনুমোদনের পর নতুন মোট ব্যয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৩ কোটি ৫৯ লাখ টাকা

সিলেট অঞ্চলে যাত্রীচাপ দ্রুত বাড়ায় এবং আরও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা অর্জনে এ প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রসারণ শেষে নতুন অবকাঠামো, উন্নত রানওয়ে, আধুনিক টার্মিনাল সুবিধা ও যান্ত্রিক উন্নয়নের মাধ্যমে বিমানবন্দরের সার্বিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ বলেন, “দীর্ঘদিনের স্থবিরতার পর ব্যয় বৃদ্ধির অনুমোদন প্রকল্পের জন্য আশার বার্তা। ২০২০ সালের ১ অক্টোবর কাজ শুরুর পর করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছিল। এবার অনুমোদন পাওয়ায় প্রকল্পটি এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2026-01-08 at 6.24.25 PM
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
Screenshot_9
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Screenshot_11
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
Screenshot_10
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
trump-2-826x497
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
Weapon_20250825_132359603
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা

সম্পর্কিত খবর