গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিকশা চালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি ঢাকা-৮ (পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা) আসনের দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইতিমধ্যেই মনোনয়নপত্র পেয়েছেন।
একই দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত খোকন চন্দ্র বর্মণও, যিনি বর্তমানে চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।
এদিন মনোনয়নপত্র গ্রহণের সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সুজনের স্যালুট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচিত হয় এবং তিনি জনগণের মধ্যে সমর্থন ও ভালোবাসা অর্জন করেন।