প্রবাসী অধ্যুষিত সিলেট আবারও আন্তর্জাতিক অঙ্গনে গৌরব অর্জন করল। সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের সন্তান ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসপারসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের অনুযায়ী, খালেদকে এক বছরের জন্য অবৈতনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
খালেদ লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচিত স্পিকার, একজন দক্ষ নেতা, সংগঠক ও সফল আইনজীবী। তিনি লন্ডনের তিনটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন এবং সলিসিটর হিসেবে যোগ্যতা লাভ করেছেন।
তাঁর নেতৃত্বে ‘কেপিপি ব্যারিস্টার চেম্বার্স’ প্রতিষ্ঠা পেয়েছে এবং তিনি বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২২ সালে কাউন্সিলর, ২০২৩ সালে ডেপুটি স্পিকার এবং বর্তমানে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা এই তরুণ আইনজীবী, সিলেটি প্রবাসীদের জন্য গর্বের প্রতীক হিসেবে পরিচিত।
মানবতাবিরোধী অপরাধের মামলার সাম্প্রতিক আলোচনার মধ্যে ট্রাইব্যুনালের মুখপাত্র হিসেবে খালেদের নিয়োগকে অনেকেই ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। প্রবাসী অধ্যুষিত সিলেট যে শুধু অর্থনৈতিক নয়, বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে—খালেদের এই অর্জন তারই উজ্জ্বল প্রমাণ।