যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছেন। দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক টানাপোড়েন পেছনে ফেলে দুই নেতা এই বৈঠকে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
ওভাল অফিসে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “তিনি (মামদানি) যত ভালো করবেন, আমি ততই খুশি হবো। আমরা তাকে ভালো কাজ করতে সহায়তা করবো।”
ট্রাম্প আরও জানান, মামদানির বেশ কিছু ধারণা তার নিজের নীতির সঙ্গে মিলে যায়। তার ভাষায়, “আমরা কয়েকটি বিষয়ে একমত—যা আগে কখনো ভাবিনি।”
আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব নিতে যাওয়া মামদানি বলেন, “নিউইয়র্ককে আরও সাশ্রয়ী, বাসযোগ্য ও উন্নত করতে প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে কাজ করতে আমি আগ্রহী।”
উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রকাশ্যে মামদানিকে গ্রেপ্তার এবং দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছিলেন। অপরদিকে মামদানি ট্রাম্পকে ‘স্বৈরশাসকের মতো আচরণ’ করার অভিযোগ তোলেন এবং ট্রাম্পও তাকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে সমালোচনা করতেন।
তবে হোয়াইট হাউসের বৈঠকে অতীতের সমস্ত তিক্ততা ভুলে দুই নেতা নিউইয়র্কের উন্নয়ন, জনসেবা এবং নাগরিকদের জীবনমান বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সূত্র: সিবিএস নিউজ