চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. সালেক (৬০), সালমান (২০), শাফিন (১৯), লোকমান (৬৭), মিনহাজ (২৫), ওসমান গণি (৬৫), ইসমাইল (৫০), জয়নাব (৪২), ছেনোয়ারা বেগম (৪০), রাবেয়া (৪০), সিরাজ খাতুন (৪৩), রহিমা (৪৫) এবং জাফর ইকবাল (৪০)।
তাদের সবারই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনা সম্পর্কে বাদী মো. সাইদ আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাইদ ও মো. হোসেনের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার পরিকল্পিতভাবে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যাতে সাইদ পক্ষের ১৩ জন আহত হন।
এ ঘটনায় মো. হোসেন, সেলিম, ইউনুস, আব্দুল মোনাফ, হেলাল, জামাল ও আসিফকে অভিযুক্ত করে অভিযোগ জমা দেওয়া হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, “কবরস্থানের জমি নিয়ে বিরোধ থেকে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। দুপক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”