মাগুরার শ্রীপুরে একটি নারীর সাহসী প্রতিরোধে ছিনতাইকারী পিস্তল ফেলে পালিয়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মধ্যে নির্জন রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাকের নারী কর্মী রিমা রায় মোটরসাইকেলে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় ধস্তাধস্তি হয় এবং রিমা রায় এক ছিনতাইকারীকে ঘুষি মারেন। এর ফলে একজনের হাতে থাকা পিস্তল সড়কের পাশে পড়ে যায়।
রিমা রায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তারা রিমার স্বর্ণের চেইন এবং ১৫–১৬ হাজার টাকা নিয়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফেলে যাওয়া পিস্তল জব্দ করেছে। অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষা চলছে। অভিযুক্তদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।