উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালকে বরণ করে নিয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। নতুন বছরের প্রথম প্রহরে আতশবাজি, আলো ও সংগীতের সমন্বয়ে শহরজুড়ে সৃষ্টি হয় বর্ণিল আনন্দঘন পরিবেশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই ঐতিহাসিক টেমস নদীর তীরে এবং লন্ডন আইকে ঘিরে শুরু হয় চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনী। হাজারো মানুষ নদীর পাড়, সেতু ও খোলা জায়গায় জড়ো হয়ে নতুন বছরের এই মুহূর্ত উপভোগ করেন। রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে লন্ডনের আকাশ।
এ বছর নতুন বছর উদযাপনে বিশেষ আলোকসজ্জা ও সঙ্গীত পরিবেশনা ছিল উল্লেখযোগ্য আকর্ষণ। স্থানীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক সঙ্গীতও বাজানো হয়, যা দর্শনার্থীদের আনন্দ আরও বাড়িয়ে তোলে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে অনেকেই নতুন বছরকে স্বাগত জানান।
উদযাপন নির্বিঘ্ন রাখতে নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নতুন বছরের আনন্দে শামিল হন লন্ডনে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরাও। বাংলাদেশিসহ নানা কমিউনিটির মানুষ নিজ নিজভাবে শুভেচ্ছা বিনিময় ও আনন্দ ভাগাভাগি করেন।
নতুন বছরের সূচনায় লন্ডনবাসী শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্যের প্রত্যাশা ব্যক্ত করেন। আশা প্রকাশ করা হয়—২০২৬ সাল সবার জীবনে বয়ে আনবে সুখ, সফলতা ও ইতিবাচক পরিবর্তন।