বৃহত্তর সালুটিকর এলাকার বিমানবন্দর থানাধীন ছালিয়া (বড় বাড়ি) গ্রামের বাসিন্দা মো. শাহিন উদ্দিন (লালই) ও রহিমা বেগমের জ্যেষ্ঠ পুত্র মাহবুব উদ্দিন সানী এবং তার স্ত্রী জেবিন বেগম একযোগে মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি অর্জন করেছেন।
লিডিং ইউনিভার্সিটির মাস্টার্স অব পাবলিক হেলথ বিভাগ থেকে ২০১৯–২০২০ শিক্ষাবর্ষে মাহবুব উদ্দিন সানী সিজিপিএ ৩.৯৮ (৪-এর মধ্যে) এবং জেবিন বেগম সিজিপিএ ৩.৯১ (৪-এর মধ্যে) অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
গত ৩ জানুয়ারি ২০২৬, শনিবার লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে তাদের স্নাতকোত্তর ডিগ্রির সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির চেয়ারম্যান দানবীর রাগিব আলীসহ আরও বিশিষ্টজন।
বর্তমানে মাহবুব উদ্দিন সানী ও জেবিন বেগম দুজনই ক্লিনিক্যাল নার্স টিচার হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন।
তাদের এই শিক্ষাগত সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসী আনন্দিত। সবাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা ও শুভকামনা জানিয়েছেন।