ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, তিনি সড়কপথে সিলেটে পৌঁছাবেন।
২১ জানুয়ারি নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়ার পরদিন থেকেই প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী সিলেট থেকেই নির্বাচনী প্রচার কার্যক্রমের সূচনা করবেন তারেক রহমান।
বিএনপি সূত্র জানায়, সফরের অংশ হিসেবে তিনি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে সিলেটের ইতিহাসে স্মরণকালের বৃহত্তম জনসভায় পরিণত করার লক্ষ্যে কাজ চলছে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ জানান, সিলেট সফর শেষে ২২ জানুয়ারি সড়কপথে ঢাকায় ফেরার সময় তারেক রহমান হবিগঞ্জেও একটি বড় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।