বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে সময়মতো সেবা না দেওয়ার কারণে বিমানেই মৃত্যু ঘটে। ঘটনা ঘটেছে ৩১ ডিসেম্বর, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা ফ্লাইট বিজি-২০১-এ।
ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমায় অবস্থান করার সময় যাত্রী অসুস্থ হন। কন্ট্রোল টাওয়ার জরুরি অবতরণের নির্দেশ দিলেও পাইলট তা অমান্য করে ঢাকা ফেরত আসেন। এই সিদ্ধান্তে প্রায় তিন ঘণ্টা বিলম্ব হয়, যার মধ্যে যাত্রীর মৃত্যু ঘটে। বিমানটি ওই দিন লন্ডনে যেতে পারেনি এবং অন্যান্য যাত্রীরাও অসুবিধার সম্মুখীন হন।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ঘটনার তদন্তে ফ্লাইট সেফটি প্রধানসহ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি যাচাই করবে—যাত্রীর মেডিকেল ফিটনেস, জরুরি অবতরণের সিদ্ধান্তের যৌক্তিকতা এবং ইন-ফ্লাইট ফার্স্ট এইড কার্যক্রম যথাযথভাবে করা হয়েছে কি না।
বিমান বাংলাদেশ জনসংযোগ প্রধান বোসরা ইসলাম বলেন, “যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় মেডিকেল ডিক্লেয়ারের পর বিমান ঢাকায় ফেরত আসে। তদন্ত চলমান।”