সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, কোন প্রার্থী বা ব্যক্তি তাকে অর্থ দিয়ে প্রভাবিত করতে পারবে না। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের নয়াবাজার এলাকায় ‘জীবন ফাউন্ডেশন সেইফ হোমের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গটি উঠেছে বুধবার, যখন সিলেটের বিভিন্ন অনলাইন গণমাধ্যম খবর প্রকাশ করে যে, সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল হলেও সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত এমএ মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অনলাইন ও সামাজিক মাধ্যমে কয়েকটি প্রতিবেদন দাবি করেছে, জেলা প্রশাসককে ১০ কোটি টাকা দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রচারিত খবরের বিষয়ে জেলা প্রশাসক বলেন, “১০ কোটি টাকা নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে ‘মালিক সাহেব’ কেউ কিনতে পারবে না।”
এ বিষয়ে তিনি আরও বলেন, “আমি দায়িত্ব পালন করি নৈতিকতা ও নিয়মের ভিত্তিতে। কেউ টাকা দিয়ে বা প্রভাব খাটিয়ে আমাকে প্রভাবিত করতে পারবে না।”
সিলেটজুড়ে এই মন্তব্য নিয়ে তুমুল আলোচনা চলছে। এদিকে জেলা প্রশাসক বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভারও আয়োজন করেছেন। সভায় সাম্প্রতিক নির্বাচনি পরিস্থিতি এবং বিতর্কিত অর্থ-সংক্রান্ত বিষয়ও আলোচনার বিষয় হবে।