Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

স্ত্রীর নামে কোনো স্বর্ণ নেই, তাহেরির নিজের নামে রয়েছে ৩১ ভরি

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর নামে কোনো স্বর্ণ বা গহনা নেই, তবে তাহেরির নিজের নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ।

মো. গিয়াস উদ্দিন তাহেরির বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি হওয়ায় তিনি ওই আসন থেকে প্রার্থী হয়েছেন। হলফনামা অনুযায়ী, তাহেরির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যেগুলো সবই চলমান এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা।

হলফনামায় উল্লেখ করা হয়, তাহেরির পেশা ব্যবসা এবং তার স্ত্রী গৃহিণী। পারিবারিক সব সম্পদ তাহেরির নিজের নামেই রয়েছে। স্ত্রীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি নেই, এমনকি স্বর্ণালংকারও নেই।

এ বিষয়ে তাহেরি বলেন, হলফনামায় দেওয়া সব তথ্য সঠিক। তার আয়ের প্রধান উৎস ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান, যেখান থেকে বছরে আয় হয় প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা। এ ছাড়া কৃষি খাত থেকে বছরে ২৬ হাজার ৪০০ টাকা এবং ব্যাংক সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা আয় করেন তিনি। তার হাতে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা।

স্বর্ণের বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাহেরি বলেন, নিজের নামে থাকা ৩১ ভরি স্বর্ণ তিনি বিভিন্ন সময় উপহার হিসেবে পেয়েছেন এবং তা স্ত্রী ও কন্যাদের ব্যবহারের জন্য কিনেছেন। এসব স্বর্ণের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। এ ছাড়া তার আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।

স্থাবর সম্পত্তি প্রসঙ্গে তাহেরি জানান, পরিবারের প্রধান হিসেবে সব সম্পত্তি তার নামেই কেনা হয়েছে। তার কৃষিজমির পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা, যার বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_20
স্ত্রীর নামে কোনো স্বর্ণ নেই, তাহেরির নিজের নামে রয়েছে ৩১ ভরি
স্ত্রীর নামে কোনো স্বর্ণ নেই, তাহেরির নিজের নামে রয়েছে ৩১ ভরি
Screenshot_19
‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’ নিয়ে যেভাবে তৈরি হলো বিভ্রান্তি
‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’ নিয়ে যেভাবে তৈরি হলো বিভ্রান্তি
Screenshot_18
বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত
বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত
Screenshot_17
ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক
ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক
images (3)
“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা
“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা
402176
জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই
জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই

সম্পর্কিত খবর