সংঘবদ্ধ সাইবার আক্রমণের শিকার হয়েছে ডিজিটাল অনুসন্ধানী গণমাধ্যম দ্য ডিসেন্ট। ভুয়া কপিরাইট ক্লেইমের ধারাবাহিক আঘাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ সাময়িকভাবে সাসপেন্ড করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের পাঠানো নোটিফিকেশনে জানানো হয়েছে, পেজটি সরিয়ে নেওয়ার কারণ হিসেবে একাধিক কনটেন্টের বিরুদ্ধে ভুয়া কপিরাইট অভিযোগ উঠে এসেছে। গত ডিসেম্বরে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার পর থেকেই দ্য ডিসেন্টের ফেসবুক পেজে এই ধরনের সাইবার আক্রমণ চলমান রয়েছে।
দ্য ডিসেন্ট গত ১২ ডিসেম্বর প্রথমবারের মতো শহীদ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত করে প্রতিবেদন প্রকাশ করে। এরপর ১২ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ভুয়া কপিরাইট ক্লেইমের কারণে ফেসবুক অন্তত নয়টি পোস্ট স্থায়ীভাবে মুছে দেয়। যদিও কয়েকটি পোস্ট পরবর্তীতে রিভিউ আবেদনের মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ৬ জানুয়ারি দ্য ডিসেন্টে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে ভুয়া কপিরাইট ক্লেইমের মাধ্যমে কীভাবে দ্য ডিসেন্টসহ বিভিন্ন গণমাধ্যমের কনটেন্ট লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা তুলে ধরা হয়। প্রতিবেদনে এসব হামলার পেছনে সংঘবদ্ধ একটি চক্রের কথাও উল্লেখ করা হয়।
দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির বলেন, “যাচাই ছাড়াই সংঘবদ্ধ ভুয়া কপিরাইট ক্লেইম ও রিপোর্টের ভিত্তিতে কনটেন্ট অপসারণ মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি। এটি বাংলাদেশে মেটার কনটেন্ট মডারেশন ব্যবস্থার দুর্বলতারও প্রমাণ।”
তিনি আরও জানান, দ্য ডিসেন্টের ফেসবুক পেজ দ্রুত পুনরায় চালু করতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।