ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা আপাতত অনিশ্চয়তায় পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ি অভিবাসন নীতি ও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তার গ্রিনকার্ড আবেদন বাতিল করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।
বিশ্বস্ত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাহিয়া মাহি ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে সেখানেই স্থায়ী হওয়ার লক্ষ্য নিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছিলেন। তবে আবেদন প্রক্রিয়ার কিছু দিক কর্তৃপক্ষের সন্তোষজনক না হওয়ায় শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়।
জানা গেছে, প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রেই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে তার পরবর্তী পরিকল্পনা কিংবা দেশে ফেরার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে নতুন কোনো চলচ্চিত্র বা অভিনয় কার্যক্রমে তাকে দেখা না যাওয়ায় ভক্তদের মধ্যেও নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে বিনোদন অঙ্গনে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ক্রমেই কঠোর হওয়ায় বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে শোবিজ অঙ্গনের তারকাদের ওপরও, ফলে নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে এখন তারা আরও সতর্ক হয়ে উঠছেন।