বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জানিয়েছেন, দল ক্ষমতায় এলে মহানবী হযরত মুহাম্মদের (সা.) আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।
আজ (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “মহানবীর ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের মূলনীতিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, এবং দেশের শান্তিশৃঙ্খলা ফেরানো সম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন, “যেসব রাজনৈতিক দল আল্লাহর সঙ্গে শিরক করে এবং বেহেশতের টিকিট দেবে বলে দাবি করে, তা মানুষকে ভুল পথে পরিচালিত করছে। নির্বাচনের পর তারা আরও বড়ভাবে প্রতারণা করবে।”
তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্বও স্মরণ করিয়ে দিয়ে বলেন, “লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যারা সেই সময়ে দেশের জন্যে অকুতোভয় ভূমিকা রেখেছিল, তাদের ইতিহাস বাংলাদেশের মানুষ চেনে।”
তিনি জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, “দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করতে হবে, যেমন আমরা অতীতে করেছি এবং ভবিষ্যতেও করব।”