বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দল নির্বাচিত হলে নবী হযরত মুহাম্মদের ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভার মঞ্চে তিনি বলেন, “বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটা আল্লাহর, সেটি অন্য কেউ দিতে পারবে না। যারা মানুষকে টিকিট দেওয়ার কথা বলছে, তারা শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে তা বোঝা উচিত।”
তিনি আরও সতর্ক করেছেন, “দেশে কিছু মহল ষড়যন্ত্র করছে। যারা অতীতে ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তারা এখন ব্যালট ডাকাতির চেষ্টা করছে। তবে দেশের জনগণ আগেও যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করেছে, এবারও তা করতে পারবে।”
তারেক রহমান দেশের অর্থনীতি ও কৃষি উন্নয়নের অঙ্গীকার করেছেন। তিনি বলেন, “বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে, কৃষকদের পাশে দাঁড়ানো হবে, এবং তাদের উন্নয়ন নিশ্চিত করা হবে। এছাড়া সকল শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করা, লাখ লাখ বেকারের কর্মসংস্থান তৈরি করা এবং গ্রামের ও শহরের দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।”
তিনি সমাপনীতে জনগণকে উৎসাহিত করে বলেন, “ধানের শীষকে বিজয়ী করুন, যাতে আমরা দেশ গড়ে তুলতে পারি এবং সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে পারি।”