সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে সিলেট আলিয়া মাদরাসা মাঠ মুখরিত হয়ে ওঠে ‘দুলাভাই’ স্লোগানে।
তিনি মূলত জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হলেও সিলেট অঞ্চলে তার আরেকটি পরিচয় রয়েছে—এই অঞ্চলের এক নারীর সঙ্গে বিবাহিত হওয়ায় তরুণ-যুবকদের কাছে তিনি ‘দুলাভাই’ হিসেবে পরিচিত। এই পরিচয়টাই শনিবার (২২ জানুয়ারি) বিএনপি নেতাকর্মীরা আবারও জোরালোভাবে প্রকাশ করে।
বিকেল ১টার আগে স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে উপস্থিত হন তিনি। প্রায় ২৫ মিনিটের বক্তব্যে তিনি নির্বাচনী ইস্যু, প্রতিপক্ষের সমালোচনা এবং দল ক্ষমতায় এলে কী কী উদ্যোগ নেওয়া হবে তা তুলে ধরেন।
বক্তব্য শেষ হতেই মঞ্চের সামনে থেকে শুরু হওয়া ‘দুলাভাই’ স্লোগান একসময়ে পুরো মাঠে মুখরিত হয়ে ওঠে। গত ডিসেম্বর মাসে দীর্ঘদিন পর দেশে ফেরার পর থেকে সিলেটের বিএনপির বিভিন্ন সভা, সমাবেশ ও মিছিলে এই স্লোগান উঠে আসছে। শুধু স্লোগানই নয়, বিভিন্ন এলাকায় দেয়াল লিখনেও ‘দুলাভাই’ খোঁচা দেওয়া দেখা গেছে, যা রাজপথ কাঁপাচ্ছে।