লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায় সংঘর্ষটি ঘটে। আহতরা হলেন: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন ও অর্থ সম্পাদক সোহাগ হোসেন।
জামায়াতকর্মী ফিরোজ আলম বলেন, “আমরা ড. রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপির কর্মী কাশেম মাঝি বাধা দেয়। পরে বাজারের অন্য স্থানে ফেস্টুন লাগাতে গেলে তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়।”
আহত বিএনপিকর্মী শাহাজান অভিযোগ করেন, “জামায়াতের লোকজন বিএনপির অফিসের সামনে ফেস্টুন লাগাতে এলে আমি বাধা প্রদান করি, তখন তারা হামলা চালিয়ে আমাকে গুরুতর আহত করে।”
ইউনিয়ন জামায়াত সেক্রেটারি হাফেজ আব্দুল হক দাবি করেন, শাহাজান আগে পোস্টার ছিঁড়ে ফেলার মতো কাজ করেছেন। তিনি বলেন, “শাহাজান মানসিকভাবে কিছুটা অসুস্থ। এ ঘটনায় আমাদের লোকদের ওপর হামলা হয়েছে, তবে কেউ উসকানি দিলে আমরা তীব্র প্রতিবাদ জানাব।”
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম আজাদ বলেন, “একজন মানসিকভাবে অসুস্থ লোককে জামায়াতের কর্মীরা মারধর করেছে। এটি নিন্দনীয়।”
লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।