শীত মৌসুম এখনো পুরোপুরি শেষ না হলেও রাজধানীর বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ৬০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম কেজিতে ১৬০ টাকা, টমেটো ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ফুলকপি, বাঁধাকপি ও শিমের দামও বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, কয়েক দিন আগেও তুলনামূলক কম দামে সবজি পাওয়া গেলেও এখন প্রতিটি সবজির দামই বেড়েছে। মালিবাগ এলাকার ক্রেতা সাবিনা বলেন, ‘কয়েক দিন আগে ২০–৩০ টাকায় ফুলকপি কিনেছি। আজ সেটির দাম ৫০ টাকা হাঁকানো হচ্ছে। দরদাম করে ৪০ টাকায় কিনতে হয়েছে।’
বিক্রেতারা জানান, শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কম থাকে। কিন্তু শীত শেষের দিকে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
শীত শেষে মৌসুমি প্রভাবেই সবজির বাজারে এই মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে, যা সাধারণ ক্রেতাদের ব্যয় বাড়িয়ে দিচ্ছে।