রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান মিরপুর থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে পরিচালিত হয়।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন হুসাইন মুহাম্মদ ফারাবী জানান, অন্য একজন আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারের জন্য পল্টন থানার পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে।
এর আগে ১৮ জানুয়ারি দুপুরে শিশুকে টেনে-হিঁচড়ে অফিস কক্ষে নিয়ে গিয়ে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা শিশুকে এক নারী চড় মারছেন এবং পুরুষ ব্যক্তি শিশুর গলা ও মুখ চেপে ধরছেন। একপর্যায়ে পুরুষটি স্ট্যাপলার হাতে শিশুর দিকে এগোচ্ছিল।
পরে এই নারী হিসেবে শনাক্ত হন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষ ব্যক্তি স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া।
পল্টন থানার ওসি মো. মোস্তফা কামাল খান জানিয়েছেন, শিশুর মা বাদী হয়ে শিশু অধিকার আইনে মামলা করেছেন। মামলায় পবিত্র ও শারমিনকে আসামি করা হয়েছে। নিরাপত্তার কারণে স্কুলটি বন্ধ রয়েছে।