ভারতে চাঞ্চল্যকর হত্যার দায়ে সাজাপ্রাপ্ত এক নারী ও এক পুরুষ কারাগারে পরিচয় গড়ার পর প্রেমে বাঁধা পড়ে এবং এবার বিয়ে করতে ১৫ দিনের প্যারোল পেয়েছেন।
রাজস্থান হাইকোর্ট মানবিক বিবেচনায় মডেল প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং তার বাগদত্তা হনুমান প্রসাদকে ১৫ দিনের প্যারোল মঞ্জুর করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) আলওয়ার জেলার বড়োদামেভ এলাকায় তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। দুজনই বর্তমানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
প্রিয়া শেঠ ২০১৮ সালে ডেটিং অ্যাপে পরিচিত এক যুবককে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন। ছয় মাস আগে সাঙ্গানের ওপেন জেলেই তিনি হনুমান প্রসাদের সঙ্গে পরিচিত হন, এবং সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
হনুমান প্রসাদও তার প্রেমিকার স্বামী এবং চার শিশুকে হত্যা করার দায়ে সাজাপ্রাপ্ত। তাদের আবেদন মঞ্জুর করে আদালত ১৫ দিনের প্যারোলের অনুমতি দিয়েছেন, তার পর পুনরায় কারাগারে ফিরতে হবে।