বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তাঁকে ‘স্যার’ না বলে ‘ভাইয়া’ বলে সম্বোধন করলে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু হোটেলে তরুণদের সঙ্গে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’ অনুষ্ঠানে এক তরুণী তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করলে তিনি বিষয়টি উল্লেখ করেন।
তরুণীকে থামিয়ে তারেক রহমান বলেন, যাঁরা তাঁকে প্রশ্ন করবেন, তাঁরা চাইলে ‘ভাইয়া’ অথবা বয়সের বিবেচনায় ‘আংকেল’ বলে সম্বোধন করতে পারেন। তবে ‘আংকেল’ সম্বোধনটি তাঁর খুব পছন্দ নয় বলেও জানান তিনি। ‘ভাইয়া’ বললে ভালো লাগবে, ‘স্যার’ বলার প্রয়োজন নেই—এ কথাও বলেন বিএনপির চেয়ারম্যান।
এ সময় মিলনায়তনে করতালির শব্দ শোনা যায়।
অনুষ্ঠানে তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, রাজনীতিতে একে অপরকে দোষারোপ করার প্রবণতা থেকে সরে এসে গঠনমূলক পথে এগোতে হবে।
এ ছাড়া বিদেশে পড়তে গিয়ে আর্থিক সংকটে পড়া শিক্ষার্থীদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।