বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত ভ্রমণ সতর্কবার্তায় যুক্তরাজ্যের ফরেন অফিস জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই সময়ে রাজনৈতিক সমাবেশ ও র্যালি বাড়তে পারে, যার ফলে জনসমাগম বৃদ্ধি, নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় ব্রিটিশ নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করার এবং সম্ভাব্য বিঘ্ন এড়াতে বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্বাচনজনিত সতর্কতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিশেষ নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য সরকার। নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনার কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, সরকারি পরামর্শ অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বিমা বাতিল হতে পারে। একই সঙ্গে নিষিদ্ধ এলাকায় অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতাও সীমিত থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।