ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক কারণে নয়, বরং নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ব আসরের আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান।
ভারতের পশ্চিমবঙ্গসহ কয়েকটি প্রদেশে নিপা ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশের পর দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কলকাতার উপকণ্ঠে একটি বেসরকারি হাসপাতালকে কেন্দ্র করে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত একশ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই হাসপাতালের একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডা. নরেন্দ্র কুমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ১০০ থেকে ২০০ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন না থাকায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি খারাপ হলে ভারতে কোভিড-১৯–এর মতো সংকটও তৈরি হতে পারে।
সংক্রমণের আশঙ্কায় এশিয়ার বিভিন্ন দেশ সতর্ক অবস্থান নিয়েছে। থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনামসহ একাধিক দেশ তাদের বিমানবন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ভারত থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করা হয়েছে।
এমন প্রেক্ষাপটে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পাকিস্তানের পক্ষ থেকে পুরো বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাবও সামনে এসেছে। যদিও টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া অন্যান্য দেশগুলো এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নিপা ভাইরাসের সংক্রমণ যদি মহামারির রূপ নেয়, তাহলে ভারতের পক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হবে কি না—এই প্রশ্নই এখন ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।