ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ডিম নিক্ষেপ ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনায় তিনি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাবিবুল্লাহ বাহার কলেজে গেলে এ ঘটনা ঘটে। নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, ওই সময় তাঁর ওপর পরিকল্পিতভাবে ডিম ছোড়া হয় এবং পরে হামলার চেষ্টা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, তিনি সকার এলাকা থেকে শান্তিনগরের দিকে প্রচারণা চালিয়ে কলেজটির সামনে পৌঁছালে হঠাৎ ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপুর দেড়টার কিছু আগে তিনি নিরাপত্তার স্বার্থে কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
ঘটনার প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁর ওপর ডিম নিক্ষেপ ও হামলার চেষ্টা করা হয়েছে, যা নির্বাচনী রাজনীতিতে সহিংসতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় সন্ত্রাসী পথ বেছে নিচ্ছে। তিনি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে তিনি বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের নাম উল্লেখ করে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় সংঘটিত ঘটনার জন্য তিনি সংশ্লিষ্টদের দায়ী করেন এবং ভোটারদের উদ্দেশে ১২ তারিখে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি দাবি করেন, সারাদেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী সহিংস কার্যক্রমে জড়িত এবং জনগণকে এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঘটনার প্রতিবাদে একই দিন দুপুর ২টায় ফকিরাপুলে অবস্থিত দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।