ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পুনরায় স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি ভৈরব পৌঁছালে সিগন্যাল ত্রুটির কারণে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী রুটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আটকা পড়ে ‘পর্যটক এক্সপ্রেস’ ও ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনও।
মঙ্গলবার সকাল ৮টায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ভৈরব বাজার জংশনে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বগিটি সরিয়ে নেয়ার পর দুপুর ১টায় সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়। হাইড্রোলিক পাম্প ব্যবহার করে দুর্ঘটনাকবলিত বগি পুরোপুরি উদ্ধার করা হয়। বর্তমানে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে।
ঢাকা বিভাগীয় কর্মকর্তা এবিএম কামরুজ্জামান জানান, “ভুল সিগন্যালের কারণে মেইল ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শেষে দুপুর ১টার দিকে এক লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
এছাড়া তিনি বলেন, “ঘটনার তদন্তে প্রধান প্রকৌশলী আহসান হাবিবকে নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”