Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডন প্রবাসী আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

ডেস্ক সংবাদ

লন্ডন প্রবাসী আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে বাগবাড়ি এলাকায় দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর প্রার্থী সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, “রমজান মাসে রোজা রেখে অসহায় শ্রমজীবী মানুষের জন্য কাজ করা অত্যন্ত কঠিন একটি বিষয়। এই বিশেষ মাসে যখন সবাই নিজেকে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির মধ্যে নিয়ে আসে, তখন আমাদের উচিত প্রতিবেশীদের সাহায্য করা। গরীব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের পাশে দাঁড়ানো, যেহেতু তারা এই সময়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। রোজা রাখা অবস্থায় তাদের জন্য পর্যাপ্ত খাদ্য এবং জীবনযাত্রার উপকরণ জোগানো অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “এই রমজান মাসে যদি বিত্তবান প্রবাসী, যারা সচ্ছল, তারা যদি এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন তাহলে পুরো সমাজে মানবতার জয়গান হবে। আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের মতো মানুষরা যে উদারতা প্রদর্শন করছেন, তা সত্যিই প্রশংসনীয়। এভাবে সাহায্য করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং সকলের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হবে।”
এ সময় তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান, যাতে তারা নিজেদের জায়গা থেকে যে যা পারেন, তা দিয়ে এই মহৎ উদ্যোগে যনো অংশ নেন এবং নিজেদের পাশের মানুষগুলোর প্রতি সহানুভূতি প্রদর্শন করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্রসামগ্রি ছিল। অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী পরিবারগুলোর সদস্যরা আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান ধন্যবাদ জানায়ে বলেন, “এই ধরনের ত্রাণ সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমজান মাসে রোজা রেখে কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে এই সময় এমন সহযোগিতা আমাদের অনেক বড় উপকারে আসে।”
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুর রফিল ও সৈয়দ সা’দ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Print
Email

সর্বশেষ সংবাদ

image_229828_1759861624
আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করলেন ইনকিলাব মঞ্চের হাদি
আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করলেন ইনকিলাব মঞ্চের হাদি
Screenshot_2
জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে জরুরি সংস্কারের দাবি ব্রিটিশ গ্যাস কুকার ( সিলেট ওয়েল্ডিং) ইউকের কয়সর আহমেদের
জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে জরুরি সংস্কারের দাবি ব্রিটিশ গ্যাস কুকার ( সিলেট ওয়েল্ডিং) ইউকের কয়সর আহমেদের
image_230018_1759909900
সড়কের যানজট পরিদর্শনে গিয়ে সড়ক উপদেষ্টা নিজেই যানজট
সড়কের যানজট পরিদর্শনে গিয়ে সড়ক উপদেষ্টা নিজেই যানজট
image_229983_1759900649
ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম
ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম
e03ed66ad86f9990c1e4cdf88632c9d1
রাতে সাপ হয়ে কামড়াতে চান স্ত্রী, জেলা প্রশাসনের দ্বারে স্বামী!
রাতে সাপ হয়ে কামড়াতে চান স্ত্রী, জেলা প্রশাসনের দ্বারে স্বামী!
HAJ_
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন

সম্পর্কিত খবর