Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্রিটেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের মছরব আলী

ডেস্ক সংবাদ

ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টার, বোলটন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ছাতক উপজেলার মছরব আলী। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, এবং নিহত হয়েছেন আরও তিন তরুণ।

৫৪ বছর বয়সী মছরব আলী প্রায় ৪০ বছর আগে জীবিকার খোঁজে যুক্তরাজ্যে গিয়েছিলেন। তিনি পরিবারকে সঙ্গে নিয়ে শান্ত ও পরিশ্রমী জীবন কাটাচ্ছিলেন। তার স্ত্রী ও চার সন্তান এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকে ভেঙে পড়েছেন।

পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি রাত পৌনে ১টার দিকে মছরব আলী যাত্রী নিয়ে তার ট্যাক্সি চালাচ্ছিলেন। হঠাৎ ক্রস লাইন থেকে আসা একটি লাল গাড়ি তার ট্যাক্সির সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহতদের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ রয়েছেন, যাদের মধ্যে দুই-তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত তিন তরুণ হলেন মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮) এবং মোহাম্মদ দানিয়াল (১৯), সবাই বোলটনের স্থানীয় বাসিন্দা।

মছরব আলীকে শেষবার দেখার অভিজ্ঞতা শেয়ার করে একজন সহকর্মী বলেন, “তিনি অত্যন্ত ধীর ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। কখনো তাড়া করতেন না, কখনো রাগ দেখাতেন না। আমরা একসঙ্গে নামাজ পড়তাম, ব্যাডমিন্টন খেলতাম।”

মছরব আলীর পরিবার সূত্র জানায়, গত জুনে তিনি বড় ছেলের বিয়েও দিয়েছেন। নতুন সংসার ও নতুন স্বপ্নের মধ্যে পরিবারটি ছিল আনন্দে, কিন্তু হঠাৎ এই শোকের ছায়া নেমে আসে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পুলিশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ময়নাতদন্ত শেষে মছরব আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

166954
166949
ব্রিটেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের মছরব আলী
ব্রিটেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের মছরব আলী
402375
যুক্তরাজ্যে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ এর দোয়া ও প্রতিবাদ সভা
যুক্তরাজ্যে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ এর দোয়া ও প্রতিবাদ সভা
166950
এবার ভোট দেবেন সিলেট কারাগারের বন্দিরাও
এবার ভোট দেবেন সিলেট কারাগারের বন্দিরাও
166944
সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ
সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ
166962
জেফারের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন রাফসান
জেফারের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন রাফসান

সম্পর্কিত খবর