Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইয়েমেনিরা অবশ্যই বিজয়ী হবে, হুতিদের প্রশংসায় খামেনি

ডেস্ক সংবাদ

দুই দিন ধরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে যুক্তরষ্ট্রের ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে দুই দফা হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হুতিদের এই পাল্টা প্রতিরোধের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সোমবার (১৮ মার্চ) সামজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে তিনি লেখেন, ‘ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী হবে। একমাত্র পথ হলো প্রতিরোধ।’
খামেনি আরও লেখেন, ‘মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য থাকায় আজ আমেরিকা ও তার মিত্ররা আতঙ্কিত। এই প্রতিরোধ অবশ্যই বিজয়ী হবে।’
এর আগে গত শনিবার রাত থেকে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
সোমবার ‍হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
যদিও হুতিদের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে রোববারও হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির দাবি, ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালানো হয়।
তবে, মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এমন কোনো হামলার তথ্য পাননি তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হুতিদের এ দাবি প্রত্যাখ্যান করেন।
সূত্র: আল জাজিরা

 

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_8
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
sreepur-police-20251120202417
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
cough-1-20251122115047
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
conflict-20251122143519
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
6c994017422b0bc69c899f085c2d70faa62f8af3788cb1a3
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
542534d4dafb91ec5355a70c3f46e46fb59fe17bbff6322b
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

সম্পর্কিত খবর