অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ নিত্যপণ্যের মূল্য প্রত্যাশিতভাবে কমে না যাওয়ার মূল কারণ হিসেবে ব্যবসায়ীদের বাধা এবং বাজার ব্যবস্থাপনায় ঘাটতি উল্লেখ করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ড. সালেহউদ্দিন জানান, বাজারে সরবরাহ নিশ্চিত রাখতে সরকার চাল আমদানির অনুমোদন দিয়েছে। থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হবে যাতে বাজারে সংকট সৃষ্টি না হয়। তিনি বলেন, “দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ রয়েছে — সাম্প্রতিক সময়েই চালের দাম কমেছে; সবজির দাম মৌসুমভিত্তিক।”
অপর একটি বড় কারণ হিসেবে তিনি আর্থিক অপরাধ ও অর্থপাচারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সময় লাগবে কারণ এ কাজ জটিল ও আন্তর্জাতিক প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়। কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে এবং বিভিন্ন দেশের অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রসেসটি নিয়ে লিগ্যাল ফার্মগুলোর সঙ্গে আলোচনা চলছে; হয়তো ফেব্রুয়ারি নাগাদ কিছু অর্থ ফিরিয়ে আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আনুষ্ঠানিকভাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া চালু করেছে, পরবর্তী সরকার তা বজায় রাখতে বাধ্য থাকবে; তবু সম্পূর্ণ অর্থ ফিরিয়ে আনা সহজ হবে না। পর্যালোচনা শেষে যথাযথ সময়েই ফেরত আনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।