গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা। মাত্র এক হাজার টাকা পাওনার জেরে এক হতদরিদ্র বৃদ্ধের বসতঘরের টিনের চাল খুলে নিয়ে গেছেন এক পাওনাদার। এতে বৃদ্ধ ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন—চলমান বৃষ্টিতে দিনরাত ভিজে কাটাতে হচ্ছে তাদের।
গ্রামবাসীরা জানান, গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নিয়েছিল। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর সুরুজ মিয়া মতিয়ার রহমানের ঘরের ছাউনির ১০-১২টি টিন জোর করে খুলে নিয়ে যান।
বৃদ্ধের স্ত্রী জমিলা বেগম অভিযোগ করে বলেন, “আমাদের একমাত্র মাথা গোঁজার ঘরের চাল খুলে নিয়ে গেছে। অনেক অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথাই শোনেনি। এখন বৃষ্টির মধ্যে খুব কষ্টে দিন কাটছে।”
এ ঘটনায় জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজ মিয়াকে টিন ফেরত দিতে বললেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ভুক্তভোগীরা।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন বলেন, “আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু সুরুজ মিয়া কারো কথাই শোনেন না।”
স্থানীয় বাসিন্দা হাফিজ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “হতদরিদ্র পরিবারের মাথার ছাউনি খুলে নেওয়া অমানবিক ও অগ্রহণযোগ্য। আমি দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”