গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তন্ময় ও অঙ্কিতা নামের দুই শিশু নিখোঁজ রয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হিজলতলী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জনের জন্য স্থানীয়রা একটি ইঞ্জিনচালিত নৌকায় নদীর ঘাটের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে একটি নৌকা উল্টে যায়। এসময় যাত্রীরা আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়েন।
অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশু—তন্ময় ও অঙ্কিতা—নিখোঁজ হয়ে যায়। তাদের বাড়ি দক্ষিণ হিজলতলী গ্রামে। ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, “নৌকাডুবিতে বেশ কয়েকজন যাত্রী পানিতে পড়ে গিয়েছিলেন। অধিকাংশ উদ্ধার হলেও দুই শিশু এখনো নিখোঁজ। উদ্ধার কার্যক্রম চলছে।”
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।