সিলেটের ক্যান্সার রোগীদের জন্য আশার আলো দেখালেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি জানিয়েছেন, সিলেটে দ্রুতই চালু হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল—যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন সিলেটবাসী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ক্যান্সার ইউনিট পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
ডিসি সারোয়ার বলেন, “সিলেট বিভাগে ক্যান্সার চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা নেই। ফলে রোগীদের ঢাকায় কিংবা বিদেশে ছুটতে হয়। তবে অবকাঠামোগত উন্নয়ন প্রায় শেষ পর্যায়ে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু হবে।”
তিনি আরও জানান, নতুন এই সুবিধা চালু হলে সিলেট বিভাগের প্রায় এক কোটি মানুষ উপকৃত হবেন। আলাদা ভবন নির্মাণ না করে ওসমানী মেডিকেলের বিদ্যমান ক্যান্সার ইউনিটকেই আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে রূপান্তর করা হচ্ছে।