রূপকথা নয়, বাস্তব জীবনের এক বিস্ময়কর অভিযোগে হইচই পড়ে গেছে ভারতের উত্তর প্রদেশে। সীতাপুর জেলার মাহমুদাবাদের লোধসা গ্রামের এক ব্যক্তি দাবি করেছেন— তার স্ত্রী রাতে সাপের রূপ ধারণ করে তাকে কামড়াতে চান!
ঘটনাটি সামনে আসে জেলার ‘সমাধান দিবস’ উপলক্ষে আয়োজিত প্রশাসনিক এক সভায়। সাধারণত এই অনুষ্ঠানে নাগরিকরা বিদ্যুৎ, রেশন কার্ড, সড়ক কিংবা পানির মতো জনদুর্ভোগের অভিযোগ নিয়ে আসেন। কিন্তু মেরাজ নামের ওই ব্যক্তি হাজির হয়ে একেবারে ভিন্ন মাত্রার অভিযোগ করে বসেন।
প্রশাসনের সামনে মেরাজ বলেন, “স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যান। তারপর আমাকে তাড়া করে কামড়াতে চান। একবার কামড়ও দিয়েছেন। প্রতিদিন রাতেই আমার পেছনে লাগেন!”
মেরাজের কথায় উপস্থিত কর্মকর্তারা প্রথমে হতবাক হয়ে পড়েন। পরে তিনি লিখিত অভিযোগও জমা দেন। ঘটনা জানাজানি হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় রসিকতার ঝড়। কেউ বলছেন, “স্ত্রী বোধহয় নাগিন! নাগমণির খোঁজ করতে হবে।” আরেকজন মন্তব্য করেন, “তুমিও কোবরা হয়ে যাও, তাহলে যুদ্ধটা জমে যাবে!”
তবে প্রশাসন বিষয়টিকে তাচ্ছিল্য করেনি। জেলা প্রশাসক এ অভিযোগকে মানসিক হয়রানির সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখে স্থানীয় সাব-ডিভিশন ম্যাজিস্ট্রেট (এসডিএম) ও পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রশাসনের এক কর্মকর্তা জানান, “অভিযোগটি অস্বাভাবিক হলেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থাকতে পারে।”
এদিকে স্থানীয়দের একাংশ বলছে, হয়তো মেরাজ কোনো মানসিক ভ্রান্তিতে ভুগছেন অথবা পারিবারিক বিরোধ থেকে এমন অভিযোগ করছেন। পুরো ঘটনার তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন।