সড়কের অবস্থা সরেজমিনে দেখতে গিয়ে নিজেই তীব্র যানজটে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঘণ্টাখানেক আটকে থাকার পর বাধ্য হয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে পৌঁছান তিনি।
ঘটনাটি ঘটে বুধবার সকালে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়।
সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনে এসে পৌঁছান উপদেষ্টা। সেখান থেকে গাড়িতে চড়ে সড়কপথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে কিছুক্ষণ যাত্রাবিরতি করেন। পরে গন্তব্যে রওনা দিলে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় বিশাল যানজটে আটকে পড়েন তিনি।
ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও যখন গাড়ি সামান্যও নড়ছিল না, তখন উপদেষ্টা নিজেই মোটরসাইকেলে চড়ে রওনা হন। মাথায় হেলমেট পরে যখন তিনি বাইকে উঠলেন, তখন উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়েন।
পুলিশ তখন তড়িঘড়ি করে যান চলাচল সচল করার চেষ্টা শুরু করে। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।
আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম বলেন, “সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা হোটেল উজানভাটি থেকে সরাইলের দিকে রওনা হন। কিন্তু সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়লে পরে তিনি মোটরসাইকেলে যাত্রা চালিয়ে যান।”
উপদেষ্টার এই ভ্রমণের উদ্দেশ্য ছিল মহাসড়কের চলমান সংস্কারকাজ পরিদর্শন ও যানজট সমস্যা নিরসনের বিষয়ে বাস্তব চিত্র দেখা। কিন্তু বাস্তব চিত্র এতটাই ভয়াবহ যে, নিজেই সাধারণ যাত্রীর মতো ভোগান্তিতে পড়েন তিনি।
জানা গেছে, আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সকালে। হাইওয়ে পুলিশের দাবি, রাস্তার এক পাশে নির্মাণসামগ্রী ফেলে রাখা, সড়কের খানাখন্দ ও চলমান সংস্কারকাজের কারণে যানজট তৈরি হয়েছে।