হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় শ্রীলঙ্কা থেকে আসা ফিস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটের চাকার ভেতরে হঠাৎ ঢুকে পড়ে একটি শিয়াল। তবে সময়োচিত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ২টা ২০ মিনিটে শ্রীলঙ্কা থেকে ঢাকায় অবতরণ করে ফিস্ট এয়ারলাইনসের ওই ফ্লাইটটি। উড়োজাহাজটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন।
অবতরণের পর রানওয়ে দিয়ে ট্যাক্সি করার সময় হঠাৎ করেই একটি শিয়াল বিমানের চাকার মধ্যে ঢুকে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে নজরে আনেন পাইলট। দক্ষতার সঙ্গে ফ্লাইটটি থামিয়ে দেওয়া হয় এবং নিরাপদভাবে শিয়ালটিকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সংস্থা নিশ্চিত করেছে যে, এতে কোনও হতাহত কিংবা বিমানের ক্ষয়ক্ষতি হয়নি।
বিষয়টি নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এবং রানওয়ের প্রাণী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা আরও জোরদার করেছে বলে জানা গেছে।