চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় একটি কনসার্ট চলাকালে রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগানের গুলি ছোঁড়ে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের একজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন সেন্টারের সামনে হোন্ডা আয়োজিত কনসার্টে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টে ব্যান্ডদল আর্টসেল পরিবেশনা করছিল। কয়েকটি গান পরিবেশনের পর হঠাৎ করেই পারফরম্যান্স থেমে যায়। ঠিক সেই সময় কিছু যুবক ‘জয় বাংলা’ ও রাজনৈতিক স্লোগান দিতে শুরু করলে অন্য একটি দল প্রতিবাদ জানায়। এতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও আট রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা। তিনি বলেন, “উশৃঙ্খল আচরণে যুক্ত কিছু তরুণ ভাঙচুর করলে পুলিশ বাধ্য হয়ে ব্যবস্থা নেয়।”
গুলিবিদ্ধদের মধ্যে একজনের নাম মো. শরিফ (২৩), যিনি খুলশি থানার ডেবারপাড় এলাকার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানিয়েছেন, শরিফ বর্তমানে ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
খুলশি থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজনৈতিক স্লোগান নিয়েই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর থেকে জিইসি মোড় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।