নগরীর যানজট কমাতে এবং চলাচল স্বস্তিদায়ক করতে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ইউটার্ন ব্যবহারে নিষেধাজ্ঞা ও বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা ১৪ অক্টোবর (মঙ্গলবার) থেকে কার্যকর হয়েছে।
ইউটার্ন নিষেধাজ্ঞা ও বিকল্প চলাচল পয়েন্ট:
-
মাউন্ট এডোরা হাসপাতালের সামনে:
-
এখানে ইউটার্ন নিয়ে সরাসরি মদিনা মার্কেটমুখী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
-
-
উপশহর → সোবহানীঘাট রুট:
-
মেন্দিবাগে ডানে মোড় না নিতে অনুরোধ।
-
বিকল্পভাবে, মেন্দিবাগে বামে মোড় নিয়ে আল্লাহু চত্বরে ইউটার্ন নিতে বলা হয়েছে।
-
-
সোবহানীঘাট → কাষ্টঘর রুট:
-
সবজি বাজারে ইউটার্ন নিয়ে চলাচলের অনুরোধ।
-
-
সোবহানীঘাট → হাতেমতাই পয়েন্ট:
-
ডানে মোড় না নিতে সাধারণ নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
-
এসএমপি জানায়, এসব এলাকায় অনিয়ন্ত্রিত ইউটার্নের ফলে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই পরবর্তী নির্ধারিত স্থানে ইউটার্ন নিতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “নগরবাসীর সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে। যানজট নিরসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”