Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেয়ালে শিশুর আঁকাআঁকি? ঝকঝকে করতে জেনে নিন ৪টি সহজ টোটকা

ডেস্ক সংবাদ

ছোট শিশু থাকলেই বাড়ির দেয়ালে রং-পেনসিল বা ক্রেয়নের দাগ থাকা যেন একদম স্বাভাবিক ঘটনা। যতই আঁকার খাতা দেওয়া হোক, দেয়ালের খালি জায়গাটাই ওদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ক্যানভাস! সামনে উৎসবের মৌসুম—দেওয়াল যদি দাগে ভরা থাকে, তাহলে ঘরের সাজগোজের মেজাজটাই যেন মাটি হয়ে যায়।

তবে চিন্তার কিছু নেই। সহজ কিছু ঘরোয়া উপায়ে এই দাগগুলো সহজেই দূর করা সম্ভব। রইল এমন চারটি কার্যকর টিপস:

১. বেকিং সোডা ম্যাজিক

রান্নাঘরের তেলচিটে দেয়াল হোক বা শিশুদের মোম রঙের আঁকিবুঁকি—সব কিছুতেই দারুণ কাজ করে বেকিং সোডা। এক চামচ বেকিং সোডা সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার একটি নরম কাপড়ে নিয়ে দাগের ওপর আলতোভাবে ঘষুন। কিছুক্ষণের মধ্যেই দাগ মিলিয়ে যাবে।

২. নন-জেল টুথপেস্ট

সাধারণ সাদা টুথপেস্ট (নন-জেল) ব্যবহার করে দাগ তুলতে পারেন খুব সহজেই। একটি নরম ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হালকা হাতে দাগের ওপর ঘষুন। এরপর ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন। দেয়াল হয়ে উঠবে আগের মতোই ঝকঝকে।

৩. হালকা তরল সাবান মিশ্রণ

দেয়ালের রং নষ্ট না করে দাগ তুলতে চাইলে শক্তিশালী ক্লিনারের বদলে বাসন ধোয়ার তরল সাবান ব্যবহার করুন। এক বালতি গরম পানিতে কিছুটা সাবান মিশিয়ে নিন। এবার নরম কাপড় ডুবিয়ে নিংড়ে নিয়ে আলতোভাবে দাগের ওপর ঘষুন। সহজেই দাগ উঠে যাবে।

৪. ভিনেগার ও পানি স্প্রে

গাঢ় দাগের জন্য ভিনেগার কার্যকর একটি উপায়। সাদা ভিনেগার ও পানি সমান অনুপাতে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। দাগের ওপর স্প্রে করে কয়েক মিনিট অপেক্ষা করুন, এরপর একটি নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দাগ থাকবে না বললেই চলে।

এই ঘরোয়া উপায়গুলো যেমন নিরাপদ, তেমনই সাশ্রয়ী। উৎসবের আগে ঘরদোর পরিস্কার রাখতে এগুলো কাজে লাগাতে পারেন নিশ্চিন্তে।

সূত্র: এই সময় অনলাইন

Print
Email

সর্বশেষ সংবাদ

efcdb5f673da0e6d86d6e753471d9cd0f22054734f8f33a7
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
images (3)
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
401955
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
images (2)
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
401949
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
401945
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা

সম্পর্কিত খবর