ছোট শিশু থাকলেই বাড়ির দেয়ালে রং-পেনসিল বা ক্রেয়নের দাগ থাকা যেন একদম স্বাভাবিক ঘটনা। যতই আঁকার খাতা দেওয়া হোক, দেয়ালের খালি জায়গাটাই ওদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ক্যানভাস! সামনে উৎসবের মৌসুম—দেওয়াল যদি দাগে ভরা থাকে, তাহলে ঘরের সাজগোজের মেজাজটাই যেন মাটি হয়ে যায়।
তবে চিন্তার কিছু নেই। সহজ কিছু ঘরোয়া উপায়ে এই দাগগুলো সহজেই দূর করা সম্ভব। রইল এমন চারটি কার্যকর টিপস:
১. বেকিং সোডা ম্যাজিক
রান্নাঘরের তেলচিটে দেয়াল হোক বা শিশুদের মোম রঙের আঁকিবুঁকি—সব কিছুতেই দারুণ কাজ করে বেকিং সোডা। এক চামচ বেকিং সোডা সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার একটি নরম কাপড়ে নিয়ে দাগের ওপর আলতোভাবে ঘষুন। কিছুক্ষণের মধ্যেই দাগ মিলিয়ে যাবে।
২. নন-জেল টুথপেস্ট
সাধারণ সাদা টুথপেস্ট (নন-জেল) ব্যবহার করে দাগ তুলতে পারেন খুব সহজেই। একটি নরম ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হালকা হাতে দাগের ওপর ঘষুন। এরপর ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন। দেয়াল হয়ে উঠবে আগের মতোই ঝকঝকে।
৩. হালকা তরল সাবান মিশ্রণ
দেয়ালের রং নষ্ট না করে দাগ তুলতে চাইলে শক্তিশালী ক্লিনারের বদলে বাসন ধোয়ার তরল সাবান ব্যবহার করুন। এক বালতি গরম পানিতে কিছুটা সাবান মিশিয়ে নিন। এবার নরম কাপড় ডুবিয়ে নিংড়ে নিয়ে আলতোভাবে দাগের ওপর ঘষুন। সহজেই দাগ উঠে যাবে।
৪. ভিনেগার ও পানি স্প্রে
গাঢ় দাগের জন্য ভিনেগার কার্যকর একটি উপায়। সাদা ভিনেগার ও পানি সমান অনুপাতে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। দাগের ওপর স্প্রে করে কয়েক মিনিট অপেক্ষা করুন, এরপর একটি নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দাগ থাকবে না বললেই চলে।
এই ঘরোয়া উপায়গুলো যেমন নিরাপদ, তেমনই সাশ্রয়ী। উৎসবের আগে ঘরদোর পরিস্কার রাখতে এগুলো কাজে লাগাতে পারেন নিশ্চিন্তে।
সূত্র: এই সময় অনলাইন